• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

পঞ্চগড় মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নে নেতৃত্ব পেলেন যারা   

প্রকাশিত: ২৪ মার্চ ২০২২  

পঞ্চগড় জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের (২৬৪) নির্বাচনে সভাপতি হিসেবে সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ ২ হাজার ৯১৫টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম পেয়েছেন ২ হাজার ২৮২টি ভোট। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

গত মঙ্গলবার (২২ মার্চ) মধ্যরাতে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট ভোট গণনা শেষে সভাপতি-সাধারণ সম্পাদকসহ নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

নির্বাচনে ১৫টি পদের মধ্যে সাতটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক আকবর আলীসহ আটটি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকিরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক পদে আমজাদ হোসেন, সহ-সাধারণ পদে জাহাঙ্গীর আলম, সাংগঠনিক পদে মনিরুজ্জামান মুকুল, সহ-সড়ক সম্পাদক তাজিমুল ইসলাম, প্রচার সম্পাদক পদে জহিরুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক পদে আব্দুল লতিফ, সাংস্কৃতিক সম্পাদক পদে রবিউল ইসলাম।

এছাড়া প্রত্যক্ষ ভোটে সিনিয়র সহ-সভাপতি পদে খয়রুল ইসলাম, সহ-সভাপতি পদে নুরুজ্জামান, সড়ক সম্পাদক পদে সারোয়ার হোসেন, কোষাধ্যক্ষ পদে আব্দুস সাত্তার দুলাল, দপ্তর সম্পাদক পদে রাজু, এবং কার্যকরী সম্পাদক পদে আইনুল হক, আব্দুল জলিল ও সুপিয়ার রহমান নির্বাচিত হয়েছেন।
কে/

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –